ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ১০:৫২

ঝিনাইদহের হরিণাকুন্ডুর ভাতুড়িয়া গ্রামে র‌্যারের সাথে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম পচা (৪৩) নামে ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন। তার নামে ১৩ মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

নিহত আমিরুল একই উপজেলার ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের তিন সদস্য আহত হওয়ার দাবি করেছে র‌্যাব। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঝিনাইদহ র‌্যাব-৬ কোম্পানি কমাণ্ডার গোলাম মোর্শেদ জানান, জেলার হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রাম এলাকায় র‌্যাবের তল্লাশি চেকপোস্টে অতর্কিত গুলি চালায় ডাকাত সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। উভয়পক্ষের আধা ঘণ্টা বন্দুকযুদ্ধে এক পর্যায়ে অপর ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম পঁচাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। নিহত আমিরুল ইসলাম পঁচার নামে দেশের বিভিন্ন থানায় ১৩টি মামালা রয়েছে বলে জানান কোম্পানি কমাণ্ডার গোলাম মোর্শেদ। তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :