নারায়ণগঞ্জে হালিম হত্যায় চার জনের ফাঁসি

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ১৪:৫৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল হালিম (৩৪) হত্যায় চার জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত ওই চারজনকে ৭ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ রায় দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, ইকবাল, সোহাগ, সাদেক ও বাবু কাজী।

এ মামলায় অপর তিন আসামি আবুল হোসেন, মেহেদী ও মোক্তার হোসেনকে খালাস দিয়েছে আদালত।

রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত তিনজনই আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সকলেই পলাতক রয়েছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আসামি সাদেক। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৭ সালের ১৭ আগস্ট ফতুল্লার কাশিপুর এলাকায় আবদুল হালিমের বস্তাবন্দি অবস্থায় হাত পাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন। মূলত ৫ লাখ টাকার ব্যবসায়িক লেনদেন ও পরে পাওনা টাকা চাইতে গিয়েই খুন হন হালিম।

(ঢাকাটাইমস/১৮জুলাই/প্রতিনিধি/ওআর)