পাঠাও চালকদের ট্রাফিক আইন শেখাল পুলিশ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ১৬:৩৩

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা পাঠাও চালকদের ট্রাইফ আইন সম্পর্কে সচেতন করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ১৭ জুলাই এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পাঠাও লিমিটেড। 

কর্মশালায় অংশ নেয়া পাঠাও রাইডারদের বিভিন্ন আইনের ধারা সম্পর্কে অবগত করে ডিএমপি উত্তর বিভাগ। 

‘ট্রাফিক আইন জানা ও মানার উপায়’ শীর্ষক এই কর্মশালাটি এয়ারপোর্ট পুলিশ বক্সে আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) প্রবীর কুমার রায় পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান) মোহাম্মদ নাজমুল আলম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) রহিমা আক্তার লাকী। 

কর্মশালা শেষে পাঠাও রাইডারদের হাতে হেলমেট ও রেইনকোট তুলে দেয় পাঠাও। 

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর বিভাগ) প্রবীর কুমার রায় পিপিএম বলেন, ‘পাঠাও বর্তমানে বেশ জনপ্রিয় এক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম। যার মাধ্যমে শহরের মানুষ দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। তবে এর জনপ্রিয়তার সঙ্গে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাই তাদেরকে আইন সম্পর্কে সচেতন হতে হবে।’

এ আয়োজন সম্পর্কে পাঠাও ভাইস প্রেসিডেন্ট কিশওয়ার আহমেদ হাশমি বলেন, ‘পাঠাও রাইডারদের মাঝে ট্রাফিক সংক্রান্ত সচেতনতা বাড়াতে বাংলাদেশ পুলিশের সহযোগীতা একান্ত কাম্য। আমরা আশা করছি ভবিষ্যতেও পুলিশ প্রশাসনের সহযোগীতায় এমন আরো অনেক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।’

(ঢাকাটাইমস/১৮জুলাই/এজেড)