ইউজিসি চেয়ারম্যানকে ‘প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর’ হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৯:০৭ | প্রকাশিত : ১৮ জুলাই ২০১৮, ১৬:৩৬
ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নানকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে এক চিঠিতে। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মঙ্গলবার সাভারের নুর হোসেন নামে জনৈক ব্যক্তি ইউজিসি চেয়ারম্যান অফিসের ঠিকানায় জিইপি ডাকযোগে এ হুমকি দেন বলে চেয়ারম্যানের একান্ত সচিব শাহিন সিরাজ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হুমকির পর বুধবার দুপুরে ইউজিসির নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ইউজিসির চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরিটি করেন।

নাম প্রকাশ না শর্তে ইউজিসির এক কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, ‘নুর হোসেন নামে সাভারের এক ব্যক্তি ডাক যোগে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা ছিল- ‘আপনি যে কর্মকাণ্ড করছেন সেগুলো খুবই খারাপ। ... আপনাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুঁলিয়ে মারা হবে।’

চিঠিতে আবদুল মান্নানকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’এর এজেন্ট বলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাদের চিঠির সারমর্ম ছিল, চেয়ারম্যানের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘ইসলামিক রাষ্ট্রে যেভাবে সাজা হয় সেই রকম ভাষায় ছিল চিঠিতে। জঙ্গি কোনও সংগঠনের কর্মকাণ্ড হতে পারে। আমরা বিষয়টি স্বাভাবিক ভাবে নেইনি।’

‘মোহাম্মদপুর পোস্ট অফিস থেকে চিঠিটা পাঠোনো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ চিঠির খামে সিল দেখে মনে হচ্ছে ওটা মোহাম্মদপুর পোস্ট অফিসের।’

ইউজিসি চেয়ারম্যানের একান্ত সচিব শাহিন সিরাজ বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা থানাকে অবহিত করেছি।’

শেরে বাংলা নগর ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান কবীর ঢাকাটাইমসকে বলেন, ‘বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তারপর সিদ্ধান্ত হবে।’

ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :