নকিয়ার আইফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১১:১০

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে উন্মু্ক্ত হয়েছে নকিয়ার আইফোনখ্যাত ডিভাইস নকিয়া এক্স সিক্স। এটি মিডরেঞ্জের ফোন। এটি অ্যানড্রয়েড অরিও ৮.১ অপারেটিং সিস্টেম চালিত।

এই ফোনে রয়েছে ৫.৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। দ্রুতগতির কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর।

দুইটি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এগুলো হলো ৪ ও ৬ জিবি র‌্যাম।

নকিয়ার লেটেস্ট এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারি সেন্সরটি ১৬ মেগাপিক্সেলের। আরও রয়েছে ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে এই ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি আরও ভালো করে দেবে ফোনের সফটওয়্যার। এছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরাতে রয়েছে এইচডিআর।

ফোনের সামনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে একটি বিশেষ ফিচারের মাধ্যমে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা দিয়ে একসাথে ছবি তোলা যাবে। এছাড়াও নকিয়া এক্স সিক্স-এ রয়েছে ফেস আনলক ফিচার।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০৬০ মিলিঅ্যাম্পিয়ারে ব্যাটারি আছে। আছে কুইক চার্জ ৩.০ টেকনোলজি। ফলে খুব জলদি চার্জ হয়ে যাবে এই ফোন। নকিয়া এক্স সিক্সে রয়েছে হেডফোন জ্যাক আর ইউএসটি টাইপ সি পোর্ট।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা