ফোনে কল ব্লক চালু করবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১১:২৮

অপ্রয়োজনীয় কাল অনেক সময় আমাদের মাথা ব্যথার কারন হয়ে দাঁড়ায়। সৌভাগ্যবশত এই অপ্রয়োজনীয় কল থেকে রেহাই পাওয়ার ফিচার রয়েছে অ্যানড্রয়েডে। নিচের সহজ পদ্ধতি অনুসরণ করে অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কলের হাত থেকে রক্ষা পাবেন।

স্টেপ ১। স্মার্টফোন ডিফল্ট ডায়ালার অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। ডান দিকে তিনটি ডটে ক্লিক করুন।

স্টেপ ৩। এবার 'More’ এ ক্লিক করুন।

স্টেপ ৪। এরপরে 'Settings’ এ ট্যাপ করুন।

স্টেপ ৫। এখানে 'Caller ID & Spam’ অপশন দেখতে পাবেন। এটি অন করুন।

নির্দিষ্ট কিছু নম্বর স্প্যাম সেভ করার জন্য ডিফল্ট ডায়ালার অ্যাপ এ নিচের স্টেপ ফলো করুন।

স্টেপ ১। স্মার্টফোনে Phone অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২। Recent Calls এ যান।

স্টেপ ৩। যে নম্বরটি ব্লক করতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ ৪। এরপরে 'Block/report Spam’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। আপনি এই নম্বর ব্লক করতে চান কি না তা জানতে চাইবে এই অ্যাপ।

স্টেপ ৬। 'Report call as spam’ সিলেক্ট করুন।

প্রসঙ্গত এই ফিচার ব্যবহারের জন্য ফোনে অ্যানড্রয়েড ৬.০ বা তা বেশি ভার্সনের অপারেটিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। এই পদ্ধতি ব্যবহার করে নিজর অ্যানড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় কলের হাত থেকে রেহাই পেতে পারেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :