নতুন দুই স্ট্রিট ফাইটার আনলো বিএমডাব্লিউ

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ১৪:০৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে এলো বিএমডাব্লিউর নতুন দুই বিলাসবহুল বাইক। মডেল জি৩১০ আর এবং জি৩১০জিএস।

ভারতের বাজারে বাইক দুইটর দাম ২.৯৯ লাখ রুপি থেকে শুরু। এগুলো স্ট্রিট ফাইটার বাইক। তবে আয়তনে অনেকটাই ছোট। এন্ট্রি লেভেলের এই বাইক দুইটি ভারতেই তৈরি। 

এন্ট্রি লেভেলের এই অ্যাডভেঞ্চার বাইক ভারতেই তৈরি করেছে বিএমডাব্লিউ।  

জি৩১০ আর বাইকটির সর্বোচ্চ গতি ১৪৫ কিমি/ঘন্টা। অন্যদিকে জি৩১০ জিএস বাইকের সর্বোচ্চ গতি ১৪৩ কিমি প্রতি ঘন্টা।

জি৩১০ আর বিএমডাব্লিউ প্রিমিয়াম এস ১০০০ আর বাইক থেকে অনুপ্রাণিত হয়ে নেকেড ডিজাইন করা হয়েছে।

অন্যদিকে অ্যাডভেঞ্চার বাইক হওয়ার কারণেই জি৩১০ জিএস এ অন্য ডিজাইন ব্যবহৃত হয়েছে।

ভারতের বাজারে এই মডেল দু’টির জন্য ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুলাই/এজেড)