রংপুরে ধর্ষণের দায়ে নারীসহ দুই জনের যাবজ্জীবন

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ১৬:২৬

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস

রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ করার দায়ে তাজকির হোসেন ও তার সহযোগী অপর কলেজছাত্রী দুলালী বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক যাবিদ হাসান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা তৃতীয় বর্ষের এক ছাত্রী নগরীর লালবাগ এলাকায় একটি ছাত্রীনিবাসে থেকে লেখাপড়া করতেন। তার এলাকার এবং পুর্ব পরিচিত রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী দুলালী বেগম একই এলাকায় অপর একটি ছাত্রীনিবাসে থাকতেন।

২০১০ সালের ২১ ডিসেম্বর দুপুরে দুলালী বেগম তার জন্মদিনের অনুষ্ঠানে ওই শিক্ষার্থীকে আমন্ত্রণ জানান। জন্মদিনের অনুষ্ঠানে গেলে দুলালী বেগম তার ঘরের দরজা বন্ধ করে দেয়।

একটু পরেই বোরকা পরিহিত তাজকির হোসের চোখে চশমা পড়ে ওই কক্ষে ঢুকেন। পরে তাজকির হোসেন অস্ত্রের মুখে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনা ভুক্তভোগী তার স্বজনদের জানায়। পরে ভুক্তভোগী নিজেই বাদী  হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করার পর পুলিশ আসামি তাজকির হোসেন ও দুলালী বেগমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১২ জন সাক্ষীর   স্বাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি রফিক হাসনাইন অ্যাডভোকেট রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/আরআইআর/ওআর)