ময়মনসিংহে সড়কে প্রাণ গেল দুই মাদ্রাসাছাত্রীর

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৭:৩১
ফাইল ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় দুই মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছার কালিবাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জয়দার বাসিন্দা ইতি (১২) এবং নিমুরিয়ার বাসিন্দা বিভা (৭)। আহতদের মধ্যে খাদিজা (৯), রেহানা (১৩) ও ফারহানা নামে তিনজনের নাম জানা গেছে। হতাহতরা কালিবাড়ি মাদ্রাসার ছাত্রী।

জানা গেছে, কালিবাড়ি বাজার এলাকা থেকে কয়েকজন মাদ্রাসাছাত্রী ব্যাটারিচালিত একটি অটোরিকশাযোগে মুক্তাগাছায় যাচ্ছিল। এ সময় একটি ট্রাক অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় ছয়জন। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে আরও একজন মারা যায়।

তবে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ মোল্লা একজন নিহত হওয়ার তথ্য দিয়েছেন।

ঢাকাটাইমস/১৯জুলাই/এমডি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :