রাজশাহীতে লিটনের বিকল্প নেই: খালেক

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৮:৪০

খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হলে তিনি যে উন্নয়ন করবেন তা আর অন্য কাউকে দিয়ে সম্ভব না। তাই রাজশাহীর উন্নয়নের জন্য খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী শাখার আয়োজনে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ও আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেন খুলনার নবনির্বাচিত মেয়র।

খালেক বলেন, ‘কাজ করলে মানুষ পুরস্কৃত হয়। কিন্তু ২০১৩ সালের নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম। এর কারণে দেশ এগিয়ে গেলেও রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটির কোনো উন্নয়ন হয়নি। কারণ, বিএনপির মেয়রদের অযোগ্যতার কারণে তারা প্রকল্প এনে উন্নয়ন করতে পারেননি।’

‘গত ৫ বছরে রাজশাহীর মানুষদের উপলব্ধি হয়েছে, তারা বুঝে গেছে, কাকে দিয়ে উন্নয়ন সম্ভব। বিগত সময়ে আমরা একসাথে উন্নয়ন কাজ করেছি। তারপরও ২০১৩ সালে একসাথে হেরেছি। তবে এবার খুলনা থেকে উন্নয়নের ভোট শুরু হয়েছে। আগামীতে একসাথে কাজ করার সুযোগ এসেছে।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘গত পাঁচ বছর রাজশাহীবাসীর জীবন থেকে নষ্ট হয়ে গেল। কোনো উন্নয়ন হয়নি, কর্মসংস্থান হয়নি। যে মেয়র ঈদের আগে সিটি করপোরেশনের কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারেন না, বেতন দেওয়ার ভয়ে পালিয়ে বেড়ান, তিনি ১০ লাখ মানুষের কল্যাণ করবেন কীভাবে? বিএনপির বুলবুলকে দিয়ে কোনো উন্নয়ন হয়নি, আগামীতেও হবে না।’

মেয়র নির্বাচিত হলে রাজশাহীতে শিল্পায়নের মাধ্যমে এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করারও ঘোষণা দেন লিটন। বলেন, ‘ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে চাই, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চাই।’

‘নগরীর যত উন্নয়ন দরকার, সব করব। এ জন্য সবার ভোট প্রয়োজন। আমাকে ভোট দিয়ে করে কাজ করার সুযোগ দিন।’

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম ইকবাল আর্সনাল ও মহাসচিব অধ্যাপক এমএ আজিজ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি চিন্ময় কান্তি দাস।

ঢাকাটাইমস/১৯জুলাই/আরআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা