বারান্দায় স্বামীর, ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৮:৪৯

গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় মা ও মেয়ের গলাকাটা এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হায়দারাবাদ এলাকার আবুল হাশেমের ছেলে কামাল হোসেন, তার স্ত্রী নাজমা বেগম এবং ও তাদের মেয়ে সানজিদা কামাল ওরফে রিমি (২১) । রিমি রাজধানী উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কামাল হোসেনের ভাইয়ের স্ত্রী মাহমুদা বেগম তার মেয়েকে স্কুলে দিয়ে ফিরছিলেন। এ সময় কামাল হোসেনের বাড়ির বাইরের লাইট জ্বলতে দেখে তিনি বাড়িতে যান। পরে দরজার ফাঁক দিয়ে কামালের মরদেহ ঝুলতে দেখে চিৎকার দেন। এ সময় অন্য স্বজনরা এগিয়ে এসে বারান্দার গ্রিলের লক ভেঙে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে নাজমা বেগম ও তার মেয়ে সানজিদার গলাকাটা মরদেহ দেখতে পান। এবং ঘরের আড়ার সঙ্গে কামাল হোসেনের মরদেহ ঝুলতে দেখেন।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ বেলা আড়াইটার দিকে মরদেহ তিনটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্বজন ও এলাকাবাসির দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জয়দেবপুর থানার উপপরিদর্শক শফিকুল আলম জানান, নিহত মা-মেয়ের গলা ও পেট কাটা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। মা এবং মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে তা বিকৃত মানসিকতা বলে মনে হয়েছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :