পুলিশ এখন বিএনপির কথায় চলবে না: খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ১৯:২৩

যখন যে সরকার ক্ষমতায় থাকে, পুলিশকে তাদের নির্দেশ মানতে হয় এটাই বাস্তবতা। এখন পুলিশ তো আর বিএনপির কথায় চলবে না। বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের টকশো ‘আজকের বাংলাদেশ’-এ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু।

খালেদ মুহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন। তার অভিযোগ, সরকারের কথার সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন কমিশন বক্তব্য দিচ্ছে। তাই সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না।

সম্প্রতি অনুষ্ঠিত খুলনা সিটি নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে গাজীপুর সিটিকে নির্বাচন কমিশনের শেষ সুযোগ হিসেবে দেখছিল বিএনপি। শেষ পরীক্ষার পরও এখন সিটি নির্বাচনে বিএনপির অংশগ্রহণ কিসের ওপর ভিত্তি করে?

সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে আমি একটি ওয়ার্ডের দায়িত্বে ছিলাম। ভোটের এক দিন আগে ভোটকেন্দ্রের চারদিকে কোমরে পিস্তল নিয়ে অচেনা লোকজনকে ঘুরতে দেখেছি। ভয়ে আমাদের কর্মীরা বের হতে পারেনি। ভোটাররা অনেকে ভোট দিতে যেতে পারেনি।’

বিএনপির নেতা বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু বাস্তবে কি তাদের কোনো ক্ষমতা আছে? গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের কথা বলেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেটা করতে পারেনি। এই নির্বাচন কমিশন দিয়ে আমরা কীভাবে আশা করব একটা ফেয়ার নির্বাচন হবে।’

আসলে সরকারের ইচ্ছার ‍ওপর নির্ভর করবে নির্বাচন কেমন হবে- এ কথা উল্লেখ করে মীর নাসির বলেন, সরকার চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে নির্বাচন কমিশন।

এ সময় মীর নাসির গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার বাইরে ফেলার অভিযোগ করেন। বলেন, ‘আরপিওতে সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ২০০৯ সালে আরপিও সংশোধন করে সেখান থেকে সশস্ত্র বাহিনীর নাম বাদ দেওয়া হয়।’

সরকার যে সুরে কথা বলে নির্বাচন কমিশন সেই সুরের সঙ্গে সংগতি রেখে বক্তব্য দেয় মন্তব্য করে বিএনপির নেতা বলেন, ‘আজ (বুধবার) খবর পেলাম সিলেটে আমাদের যেসব পোলিং এজেন্ট আছে তাদের নাম পুলিশকে জমা দিতে বলা হয়েছে। এমন কাজ করা হবে যাতে আমাদের পোলিং এজেন্টরা কেন্দ্রে যেতে না পারে।’

এই পর্যায়ে আলোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু। তার কাছে সঞ্চালক জানতে চান, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ আছে। আর বরিশালসহ তিনটি সিটি নির্বাচনে বিএনপি লেবেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না বলে অভিযোগ করছে।

সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘অভিযোগ করতেই পারে। কিন্তু দেখতে হবে সেটা কতটুকু সত্য। সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে। বর্তমান সরকারের আমলে যতগুলো সিটি নির্বাচন হয়েছে সবগুলোই সুষ্ঠু হয়েছে। সেখানে বিএনপির প্রার্থীরাও জয়ী হয়েছে। এখানে দুই পক্ষের প্রতিনিধি থাকে, সমর্থক থাকে। মিডিয়া থাকে। গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ থাকতে পারে সেটা কতটুকু সত্য সেটা দেখতে হবে। জাহাঙ্গীর আলম অনেক জনপ্রিয় বলে সেখানে তিনি জিতেছেন।’

আবদুল মতিন খসরু বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির অনেকে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য যে ক্ষমতা থাকা দরকার সেটা নির্বাচন কমিশনের আছে। সংবিধান তাদের সে ক্ষমতা দিয়েছে। সরকার তাদের সহায়তা করে।

সিলেটে পোলিং এজেন্টদের নাম চাওয়ার ব্যাপারে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি বিষয়টি জানি না। হয়তো তাদের নিরাপত্তার দেওয়ার স্বার্থে পুলিশ চাইতে পারে।’

আর এক প্রশ্নের জবাবে আবদুল মতিন খসরু বলেন, ‘যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের নির্দেশে পুলিশকে চলতে হয় এটা বাস্তবতা। তবে তারা নিরপেক্ষভাবে কাজ করে। পুলিশ তো এখন বিএনপির কথামতো চলবে না।’

(ঢাকাটাইমস/১৯জুলাই/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :