জামালপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৮, ২০:২০

জামালপুর সদর উপজেলার কালিবাড়ীতে চাঞ্চল্যকর আজাহার আলী হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং সুমন মিয়া, জাহাঙ্গীর আলম ও আবু সামাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ এস.এম জিললুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ২১ নভেম্বর জামালপুর সদর উপজেলার গোপালপুর আজাহার গ্রামের আজাহার আলীর পুত্রের সাথে প্রতিবেশী হানিফের পুত্রের অডিও ক্যাসেট নিয়ে বিরোধ হয়। এই বিরোধের জের ধরে শফিকুল সুমন ও জাহাঙ্গীরসহ অন্যান্য লোকজন আজাহার আলীকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই শাহজাহান আলী বাদী হয়ে শফিকুল ইসলাম, সুমন মিয়া, জাহাঙ্গীর আলম ওরফে রূপচান ও আবু সামাসহ সাতজনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ অভিযোগ তদন্ত শেষে চার্জ গঠন করে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য আদালতে প্রেরণ করে। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ আদেশ দেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :