সাবেক এমপি খসরুজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ২১:১৫

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামানের (৭৩) দাফন বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শরীফ খসরুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মীরা।

নড়াইল জেলা বিএনপির দফতর সম্পাদক ও সংগঠনের লোহাগড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান জানান, বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামান গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকায় ধানমন্ডি মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি নেতা শরীফ খসরুজ্জামান প্রায় ছয় মাস যাবত বিভিন্ন শারীরিক সমস্যায় ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।  

বৃহস্পতিবার জোহর নামাজ বাদ নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির নেতা শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফকির মফিজুল হক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল, জিএম নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়া এইদিন (বৃহস্পতিবার) বিকালে তার গ্রামের বাড়ি লোহাগড়ার বাবরায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, এসএসএফ’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ আমান হাসান প্রমুখ।

এর আগে সকালে খুলনার খালিশপুরে জানাজা হয়। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ নড়াইলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/এলএ)