রেকর্ড মূল্য দিয়েই অ্যালিসনকে নিল লিভারপুল

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ১৪:৫৯ | আপডেট: ২০ জুলাই ২০১৮, ১৫:১৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দিচ্ছেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। অবশেষে সেটাই হলো। রেকর্ড মূল্যে দিয়েই অ্যালিসনকে ভিড়ালো লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে ছয় বছরের চুক্তি হয়েছে অ্যালিসনের। আর ট্রান্সফার ফি ধরা হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। যেটা পূর্বের রেকর্ডের চেয়ে ৩২ মিলিয়ন বেশি। ব্রাজিলের এই গোল-রক্ষক এখন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক।

এর আগে দামি ফুটবলার ছিলেন জানলুইজি বুফ্ফন। ২০০১ সালে পার্মা থেকে ৪৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি তে  জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। আর এবার তাকে ছাড়িয়ে গেলেন ২৫ বছর বয়সী অ্যালিসন বেকার।

বর্তমান সময়ের সবচেয়ে দামি গোলরক্ষক অ্যালিসন লিভারপুলে যোগ দিয়ে জানান,‘এই ক্লাবটি এবং এই পরিবারের সদস্য তহে পারাটা আমার জীবনের অনেক বড় একটি পদক্ষেপ।”

(ঢাকাটাইমস/২০জুলাই/এইচএ)