অসুস্থ কল্পরঞ্জন চাকমার পাশে কাদের

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ১৮:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমাকে হাসপাতালে দেখতে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে যান তাকে দেখতে। ঢাকাটাইমসকে এতথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের  জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা নাসের টিপু।

জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘স্যার তার (কল্পরঞ্জন চাকমা) শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন, দ্রুত আরোগ্য কামনা করেন।’

শতবর্ষী কল্পরঞ্জন চাকমা বার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হয়। ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।

তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য।

(ঢাকাটাইমস/২০জুলাই/এমএম/জেবি)