ভৈরবে ১২শ পরিবার পেল বিশুদ্ধ গ্রামীণ পানির সুবিধা

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুলাই ২০১৮, ২২:১৩

কিশোরগঞ্জের ভৈরবের আগানগর ইউনিয়নে ছাগাইয়া গ্রামের ১২শ পরিবার পেল বিশুদ্ধ গ্রামীণ পানি সুবিধা।

শুক্রবার বিকালে ২ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ পানি সরবরাহ স্কিমের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টের অধীনে এই পানি সরবরাহ স্কিমটি উদ্বোধনের পর প্রায় ১২শ পরিবার বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোমতাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ নাজমুল হাসান পাপন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভৈরবের ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রতিটি গ্রামেই বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। আগামীতে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহবান জানান তিনি।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :