নোয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১২

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ২২:২৭

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১২ জন নেতকর্মী আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- যুবদল নেতা সোহাগ, হানিফ, ছাত্রদলের সজীব, হৃদয়সহ ১২ জন।

প্রত্যক্ষদশীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা সার্কিট হাউস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জজ কোর্ট সড়কের নোয়াখালী প্রেসক্লাবের সামনে আসে। ওইস্থানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে ৮/৯ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২ জন আহত হয়।

যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফজলে এলাহী (ভিপি পলাশ) অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ চলাকালে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাতে অতর্কিতে হামলা চালায়। এতে অন্তত ১২ নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু জানান, বিএনপির সমাবেশে যুবলীগ বা ছাত্রলীগের কোন নেতাকর্মী হামলা করেননি। তারা নিজেদের মধ্যে নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে।

(ঢাকাটাইমস/২০জুলাই/প্রতিনিধি/এলএ)