ইয়াহু মেসেঞ্জারের চ্যাট হিস্ট্রি উদ্ধার করবেন যেভাবে

প্রকাশ | ২১ জুলাই ২০১৮, ১২:২০

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

বন্ধ হয়ে গেছে পৃথিবীর এক সময়ের জনপ্রিয় মেসেঞ্জার ইয়াহু। ১৭ জুলাই থেকে এটি বন্ধ হয়েছে। কী কারণে এটি বন্ধ করা হলো সেটা জানা যায়নি। 

অনেকেরই ইয়াহু মেসেঞ্জারে একাধিক গুরুত্বপূর্ণ চ্যাট থেকে গেছে। আপনি সেই সব চ্যাট হিস্ট্রি ডাউনলোড করে রাখতে পারবেন। ২০১৮ সালের নভেম্বর মাস পর্যন্ত ইয়াহু মেসেঞ্জারের চ্যাট হিস্ট্রি ডাউনলোড করা যাবে।

আপনি নিজের ইয়াহু মেসেঞ্জার অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি ডাউনলোড করতে নীচের পদ্ধতি অবলম্বন করুন।

স্টেপ ১। https://messenger.yahoo.com/getmydata ওয়েবসাইটে গিয়ে Yahoo অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন।

স্টেপ ২। ভেরিফিকেশন মেথড সিলেক্ট করুন। এরপরে আপনাকে পাঠানো অ্যাকাউন্ট কি দিয়ে ভেরিফাই করুন।

স্টেপ ৩। ডাউনলোড এ ক্লিক করুন।

স্টেপ ৪। যে ইমেল অ্যাড্রেসে আপনি চ্যাট হিস্ট্রি পেতে চান তা দিয়ে 'ওকে’ সিলেক্ট করুন।

স্টেপ ৫। এরপরে নিজের ইমেলে Yahoo Messenger চ্যাট হিস্ট্রি পেয়ে যাবেন।

নিজের চ্যাট হিস্ট্রি ডাউনলোড হয়ে গেলে সব ডিভাইস থেকে ইয়াহু মেসেঞ্জার ডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছে ইয়াহু।

(ঢাকাটাইমস/২১জুলাই/এজেড)