চবিতে ‘নববাকের’ তিন যুগ পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ | ২১ জুলাই ২০১৮, ১৯:২৬

চবি প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নববাক’ এর তিন যুগ পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজিত হয়। সকাল দশটায় র‌্যালির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

সংগঠনের সভাপতি নুরে তামজিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চবির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, অন্তরের আলো দিয়ে পৃথিবীকে জয় করতে হবে। পৃথিবীব্যাপী সব ধর্মের ঊর্ধ্বে হলো মানবধর্ম। মানবতার নবী ছিলেন গোটা মানবজাতির পথপ্রদর্শক। সৌহার্দ্য ও সম্প্রীতির ধারাবাহী হয়ে কালের পরিক্রমায় তিন যুগ পেরিয়ে নববাক আজ নজির স্থাপন করেছে।

ভিসি বলেন,  বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও সুবর্ণ জয়ন্তী বিশ্বব্যাপী সাড়া পেয়েছে। শিক্ষা মনিটরিং সেল গঠনের মাধ্যমে আমরা সেশনজট শূন্যের কোটায় নিয়ে আসছি। আঞ্চলিক সংগঠনসমূহের মধ্যে ছাত্রকল্যাণমূলক কাজে নববাক এগিয়ে চলেছে। শিক্ষা সহায়ক কার্যক্রমের মাধ্যমে নান্দনিকতা, অসাম্প্রদায়িকতা ও নেতৃত্বগুণ তৈরি হয়।

প্রধান অতিথির বক্তব্যের পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করা  হয়।

উদ্বোধকের বক্তব্যে উপ-উপাচার্য বলেন, নববাকের মতো সংগঠন আছে বলেই ছাত্রছাত্রীদের সামাজিক ও সাংস্কৃতিক মনোভাবের বিকাশ হচ্ছে। ছাত্র সম্পর্কিত সমস্যা সমাধানে আঞ্চলিক সংগঠনসমূহের অবদান অপরিসীম। আমি নববাকের সাফল্য কামনা করছি।

প্রধান বক্তা হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন বলেন, নববাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠনসমূহের মধ্যে উল্লেখযোগ্য। বর্তমানে এটি হাটহাজারী, ফটিকছড়ি ও ভুজপুর উপজেলার শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এ অঞ্চলের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সুধীসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মধ্যাহ্নভোজের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত।

অনুষ্ঠানে নববাকের বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১জুলাই/প্রতিনিধি/জেবি)