রাতে ওয়ানডে মিশনে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ১২:৩৭ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১০:১০

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের কঠিন স্মৃতি ভুলে আজ নতুন মিশনে মাঠে নামবে বাংলাদেশ। জ্যামাইকা কিংবা এন্টিগার হতাশাকে পেছনে ফেলে প্রভিডেন্স স্টেডিয়ামে আজ জয়ে ফিরতে বদ্ধপরিকল্প টাইগার শিবির। একটি জয়ই হয়তো পাল্টে দিবে পুরো দলের চেহারা। স্বস্তির খবর বাংলাদেশ শিবিরে ফিরেছেন দলের প্রাণ ভোমরা মাশরাফি বিন মর্তুজা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। গায়ানায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে হেরে বিপর্যস্ত বাংলাদেশ শিবির। দুই টেস্টের একটিতেও কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডারের বোলিং তোপের কাছে বলতে গেলে খুব অসহায় ছিলো টাইগাররা ব্যাটম্যানরা। তবুও আজ ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া টাইগাররা। কেননা ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। আর এই ওয়ানডেই বাংলাদেশের অনেক সাফল্যর ইতিহাস বহনকরে। তাই বলাই যায় ফরম্যাটটা যখন স্বাচ্ছন্দ্যের তখন ভালো কিছু তো আশা করতেই পারে সফরকারীরা।

সফরের শুরুর ধাক্কায় পরও আশার পালে হাওয়া যোগায় প্রস্তুতি ম্যাচের ফলাফল। টেস্ট ভরাডুবির পর রানে ফিরেছেন লিটন-মুশফিকরা। টেস্টে নিষ্প্রভ থাকা পেসার রুবেল নিয়েছিলেন তিন উইকেট। মাত্র ১৪ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন মোসাদ্দেকও। এদের ফর্মে ফেরার আভাস হয়তো উজ্জীবিত করতে পারে পুরো দলকে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সেই ম্যাচে চার উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

তবে অতিত ইতিহাসের দিকে তাকালে টাইগারদের ভিতটা একটু নড়বড়ে হতেই পারে। কারণ ক্যারিবিয়ানদের সঙ্গে ২৮ দেখার মাত্র সাতটিতে হারের মুখ দেখেছে বাংলাদেশ। ১৯ বারই হারতে হয়েছে। বাকি দুটি ম্যাচ হয়েছে পরিতাক্ত।

তবে র‌্যাংকিংয়ের দিকে তাকালে আবার স্বস্তিও মিলতে পারে বাংলাদেশের। কারণ যেখানে র‌্যাংকিংয়ের সাতে রয়েছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নয়ে। তবে ঘরের মাঠে অনেক শক্তিশালী ক্যারিবিয়ানরা সেটাও মাথায় রাখতে হবে তামিম-সাকিবদের।

সবকিছু মিলিয়ে হতাশা আর অনেক চাপ নিয়েই আজ স্বাগতিকদের মোকাবেলা করবে বাংলাদেশ। টানা পরাজয়ের পর বাংলাদেশ শিবিরকে জয়ে ফেরানোটাই এখন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বড় চ্যালেঞ্জ। তবে অধিনায়কের চ্যালেঞ্জ সফল করতে হলে অবশ্যই দায়িত্ব নিতে হবে দলের সিনিয়র ক্রিকেটারদের। সবকিছু মিলিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে জয়ের খোঁজেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২২জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :