আখাউড়ায় স্ত্রীর মামলায় স্বামী আটক

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ১৬:২৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় স্বামীকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তি আখাউড়া উপজেলার ধরখার গ্রামের মোহন ভূইয়ার পুত্র সুমন ভূইয়া (২৮)। শনিবার রাতে ধরখার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাজিরখোলা গ্রামের লিজা আক্তার ও সুমন ভূইয়া বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন ভূইয়া যৌতুক দাবিতে স্ত্রী লিজাকে প্রায়ই মারধর করতেন।

পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে যৌতুক দিতে না পারায় লিজার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।  প্রায় ২ মাস পূর্বে স্বামীর বাড়ির লোকজন লিজাকে বেধম মারধর করে। খবর পেয়ে তার স্বজনেরা তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন।

পরে লিজা আক্তার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন আদালতের মামলা করলে বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, স্ত্রীর নারী নির্যাতন মামলায় সুমন ভূইয়াকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/ওআর)