মোশাররফের মামলায় চার্জের আদেশ ৩০ জুলাই

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ১৭:৩৫

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সাবেক মন্ত্রী বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় চার্জগঠনের বিষয়ে আগামী ৩০ জুলাই আদেশের দিন ঠিক করেছে আদালত।

রবিবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান শুনানি শেষে আদেশের এই তারিখ ঠিক করেন।

২০০৮ সালের ২৭ জুলাই এনবিআরের উপ-কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান আদালতে এ মামলা দায়ের করেন।

আসামিপক্ষে উচ্চ আদালতে মামলাটি বাতিলের জন্য আবেদন করায় এই মামলার বিচার স্থগিত ছিল। সম্প্রতি উচ্চ আদালত আসামিপক্ষের আবেদন খারিজ করায় নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়।

মামলায় এনবিআর আসামি ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ১৯৯৬-৯৭ করবর্ষ থেকে ২০০৫-০৬ কর বর্ষ পর্যন্ত দুই কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৫৫৪ টাকা আয় গোপনের অভিযোগ করেন এবং এই গোপনকৃত আয়ের ওপর প্রযোজ্য ৬৩ লাখ ২৩ হাজার ৬০২ টাকার অয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগে করা হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/আরজেড/জেবি)