ফরিদপুরে উৎসাহ-উদ্দীপনায় রথযাত্রা শেষ

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ১৮:২৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবাবেগের সাথে জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হয়েছে।

গত ১৪ জুলাই এ রথযাত্রা শুরু হয়। রবিবার ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে রথযাত্রার পরিসমাপ্তি ঘটে।

রবিবার সকাল ৮টার দিকে শহরের গোয়ালচামট চৌধুরীপাড়া এলাকা থেকে রথের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে গোয়ালচামটস্থ শ্রী অঙ্গনে গিয়ে শেষ হয়।

সকাল সাড়ে ৮টার দিকে শ্রীঅঙ্গন থেকে রথের আরেকটি শোভাযাত্রা বের হয়। এটি ভাঙ্গা রাস্তার মোড়, আলীপুরের মোড়, জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক ধরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আসে। পরে ওই একই পথে শ্রীঅঙ্গনে ফিরে যায়।

বেলা ১১টার দিকে শহরের গৌর গোপাল মন্দির প্রাঙ্গণ থেকে রথের আরেকটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের গোয়াল চামট এলাকার বিভিন্ন সড়ক ঘুরে শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।

বিকাল ৪টার দিকে শহরের শোভারামপুর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দির থেকে রথের আরেকটি শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রাটি ইস্কন মন্দির থেকে শুরু হয়ে মহিম স্কুলের মোড়, নতুন বাসস্ট্যান্ড, টিটিসির মোড় হয়ে ব্রাহ্মণকান্দা ব্যানার্জি বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ হয়ে আবার শোভারামপুরস্থ ইসকন মন্দিরে ফিরে যায়।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এলএ)