লালমনিরহাটে শিশু ধর্ষণের প্রতিবাদ

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ১৯:১১

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

‘শিশু নির্যাতন বন্ধ করি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি’- এই স্লোগানে লালমনিরহাটে শিশু ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় ন্যাশনাল চিলড্রেনস্ টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখার ব্যানারে শহরের মিশন মোড় চত্ত্বরে এ মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এনসিটিএফ সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক ব্যক্তিবর্গ অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা তুহিনুর রহমান, এনসিটিএফ জেলা শাখার সভাপতি তাহমিদুল হাবীব, কলেজছাত্রী মার্জিয়া আক্তার, স্কুলছাত্রী আরিফিন সুলতানা প্রমুখ।

পরে এনসিটিএফ সদস্য ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

প্রসঙ্গত, লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলায় গত মঙ্গলবার বিকাল ৫টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত (১৭ ও ১৮ জুলাই) ২৪ ঘন্টার ব্যবধানে চার শিশু ধর্ষণের শিকার হয়।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এলএ)