বেনাপোল কাস্টমস হাউসে ২০ জন কর্মকর্তা রদবদল

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২০:৩৩

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ ও আমদানি-রপ্তানি বাণিজ্যকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউসের ২০ জন কর্মকর্তাকে একযোগে রদবদল করেছেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।

২২ জুলাই স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।

কাস্টমস হাউসে আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আনস্টাফিং শাখা, নুর মোহাম্মদ শুল্কায়ন গ্রুপ-২ থেকে আইআরএম, মোহাব্বত সোবহান বিশেষ পরীক্ষণ গ্রুপ-১ থেকে কার্গো শাখা, আজম মোল্যা আমদানি পরীক্ষণ গ্রুপ-৪ থেকে আন্তর্জাতিক চেকপোস্ট, সমীরণ আচার্য্য শুল্কায়ন গ্রুপ-৫ থেকে পরীক্ষণ গ্রুপ-২, বিল্লাল হোসেন শুল্কায়ন গ্রুপ-৭ থেকে শুল্কায়ন গ্রুপ-১, আবছার উদ্দিন আইআরএম থেকে শুল্কায়ন গ্রুপ-৪, এমদাদুল হক আমদানি পরীক্ষণ গ্রুপ-২ থেকে শুল্কায়ন গ্রুপ-৪, আব্দুস সালাম আমদানি পরীক্ষণ-১ থেকে পরীক্ষণ-৫ এ রদবদল করা হয়েছে।

এছাড়া খন্দকার গোলাম মোর্তজা আইআরএম অতিরিক্ত দায়িত্ব প্রশাসন শাখা থেকে বদলি হয়েছেন পরীক্ষণ গ্রুপ-৩ এ, হুমায়ন কবির খান শুল্কায়ন গ্রুপ-১ শাখা থেকে পরীক্ষণ গ্রুপ-১, কামরুল ইসলাম কার্গো শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৭, হবিবুর রহমান শুল্কায়ন গ্রুপ-৩ থেকে কার্গো শাখায়, হারুন অর রশিদ কার্গো শাখা থেকে আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখায়, মৃনাল কান্তি সরকার শুল্কায়ন গ্রুপ-৪ থেকে পরীক্ষণ গ্রুপ-৪, এসএম আজিজুর রহমান আমদানি পরীক্ষণ গ্রুপ-৫ থেকে শুল্কায়ন গ্রুপ-৬, রাজিয়া সুলতানা রপ্তানি শুল্কায়ন গ্রুপ-৮ থেকে আন্তর্জাতিক চেকপোস্ট, নমিতা রায় আন্তর্জাতিক চেকপোস্ট থেকে শুল্কায়ন গ্রুপ-৩, কামরুজ্জামান আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৫, শুভাশীষ কুমার আমদানি পরীক্ষণ গ্রুপ-৩ থেকে শুল্কায়ন-১ এ রদবদল করা হয়েছে।

চলতি অর্থবছরের ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউজকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ হাজার ৪৮৩ কোটি টাকা। গত বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫২৩ কোটি টাকা।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :