আন্তঃস্কুল ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ১০ শিক্ষার্থী আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ২১:০২

গাজীপুরের শ্রীপুরে আন্তঃস্কুল ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা জৈনা বাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের বলদীঘাট বাজারে বেশকিছু যানবাহনে আটকিয়ে হামলা-ভাঙচুর চালায়।

শনিবার দুপুরে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় ও বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মধ্যে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল খেলা চলছিল। পরে খেলার দ্বিতীয় অর্ধের আগেই এক গোলে এগিয়ে যায় বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়। পরে খেলার শেষের দিকে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে কাওরাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রেফারির উপর চড়াও হয়।

পরে খেলায় বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয় জয়ী হয়ে খেলোয়াড়, শিক্ষক, শিক্ষার্থী ও সমর্থকরা কাওরাইদ অতিক্রম করার সময় বহিরাগতদের সহায়তায় কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা চালালে ১০ শিক্ষার্থী আহত হয়। এখবর পেয়ে বলদী ঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী বলদীঘাট বাজারে জৈনা বাজার-কাওরাইদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ওমর ফারুক জানান, খেলা শেষে আমরা জয়ী হয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার সময় কাওরাইদ বাজারে পরাজিত হওয়ার সূত্র ধরে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালায়। হামলায় আমাদের ১০ জন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

তবে হামলায় ঘটনায় কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী জড়িত নয় দাবি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান জানান, বহিরাগতরা এ ঘটনা ঘটিয়েছে।

কাওরাইদ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে নিজ খরচে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কোমলমতী শিক্ষার্থীদের উপর হামলার ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এ ঘটনাটি যত বড় মনে করা হচ্ছে আসলে তা ততো বড় নয়। তবে দুটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের সমন্বয়ে আলোচনা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :