আ.লীগ ক্ষমতায় থাকলে দেশ কিছু পায়: এলজিআরডি মন্ত্রী

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ২১:৫৫ | আপডেট: ২২ জুলাই ২০১৮, ২২:২২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ কিছু পায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিতে তিনি আহ্বান জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের একমাত্র নেত্রী, যিনি রূপকল্প ঘোষণা দিয়ে দেশকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। মধ্যম আয়ের দেশ মানে চার হাজার ডলার হবে মাথাপিছু আয়। যেখানে আমরা শুরু করেছিলাম ৬৩৫ ডলার দিয়ে।’

মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এক হাজার ৭২৬ ডলার। আরও চারটি বছর আমাদের হাতে আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মাথাপিছু আয় চার হাজার ডলারে পরিণত হবে।’

মোশাররফ হোসেন বলেন, ‘গত নয় বছরে বর্তমান সরকার বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

আগামী নির্বাচনে যাকে নৌকা প্রতীক দেওয়া হবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের ৩/৪ মাস বাকি আছে, নৌকা প্রতীক নিয়ে যে প্রার্থী আপনাদের কাছে আসবেন আপনারা তার পক্ষেই কাজ করবেন। আপনাদের কাছে যেন ভোট চাইতে না হয়। মনে রাখবেন আপনাদের সমর্থনে প্রার্থীরা নৌকা মার্কা পাবে।’

স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক নাজমুছ সাদাত, পুলিশ সুপার রিফাত রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদ খান প্রমুখ।

জনসভার আগে মন্ত্রী সিঙ্গাইর, হরিরামপুর এবং জেলা সদরের তিনটি ইউনিয়নে ১০০ কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তিনটি প্রকল্প উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/প্রতিনিধি/জেবি)