শেষ দুই ওভারে ৪৩ রান!

প্রকাশ | ২২ জুলাই ২০১৮, ২৩:৪২ | আপডেট: ২৩ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মুশফিকুর রহিম আর তামিম ইকবালের শেষ দুই ওভারের ব্যাটিং তান্ডবে ক্যারিবীয়দের বিপক্ষে ২৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করিয়েছে টাইগাররা। ক্যারিবিয়ান পেসার জ্যাসন হোল্ডারের করা ইনিংসের ৪৯তম ওভার থেকে একাই ২২ রান তুলে আনেন মুশফিকুর রহিম। আর ইনিংসের শেষ ওভারে আন্দ্রে রাসেলের করা ছয় বল থেকে উঠে আসে ২১ রান। শেষমেষ ইনিংসের শেষ দুই ওভার থেকে আসা এই ৪৩ রান একটা চ্যালেঞ্জিং স্কোর দাড় করাতে সাহায্য করে বাংলাদেশ দলকে।  

এর আগে দলীয় ১ রানে ১ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ দল। কিন্তু দুই অভিজ্ঞ সেনানী সাকিব-তামিমের রেকর্ড ২০৭ রানের জুটির উপর ভর করে সম্মানজনক অবস্থায় পৌছায় দল। তামিম ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেলেও সাকিবকে ফিরতে হয় তিন রানের আফসোস নিয়ে। ১৬০ বলে ১৩০ রান করে অপরাজিত থাকেন টাইগার ওপেনার তামিম ইকবাল।  

(ঢাকাটাইমস/২২জুলাই/এমআই)