অধিনায়কের অনুপ্রেরণায় তামিমদের সাফল্য

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ১১:১০ | আপডেট: ২৩ জুলাই ২০১৮, ১২:৩৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টানা পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকা বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে পথ দেখালেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির আগমনেই বদলে গেল পুরো টাইগার শিবির। টেস্টের দুঃস্বপ্ন ভুলে রঙিন জার্সিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারালো বাংলাদেশ।

ব্যাট বলে অলরাউন্ড পারফরম্যান্স। তামিমের বড় সেঞ্চুরি, মাশরাফির ৪ উইকেট। সাকিবের ৯৭, মুশফিকের ১১ বলে ৩০। আর তাতেই প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকলো মাশরাফির দল। আর দলের এই সাফল্যের পেছনে অধিনায়কের অনুপ্রেরণাকেই বড় করে দেখছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

নিজের ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করা তামিম মাঠ ছাড়ার আগে জানালেন, ‘ওয়ানডে এমন একটা ফরম্যাট, যেখানে আমরা খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমাদের নতুন অধিনায়ক ছিলেন। সঙ্গে ছিল অধিনায়কের নতুন অনুপ্রেরণা।’

তবে শুরু দিকের ব্যাটিং টাকেও বড় চ্যালেঞ্জ মানছেন তামিম ইকবাল। তিনি জানান,‘আমরা যখন ব্যাট হাতে এসেছি তখন এটি সবচেয়ে সহজ উইকেট ছিল না। আমাদের সত্যিই একটি শক্তিশালী অবস্থান পেতে অনেক অপেক্ষা করতে হয়েছিল। আমি মনে করি প্রথম ২৫ ওভার সত্যিই কঠিন ছিল। বল স্পিনিং ছিল এবং দ্রুত বোলাররা কিছু করার জন্য বল পেয়েছিল।’

(ঢাকাটাইমস/২৩জুলাই/এইচএ)