টোকিও অলিম্পিকের মাসকটের আত্মপ্রকাশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৫:১৪ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৫:০৯

টোকিও অলিম্পিক শুরু হতে এখনো দুই বছর বাকি। তবে ইতিমধ্যেই আত্মপ্রকাশ হলো বিশ্বের সর্ববৃহৎ বহুজাতিক ক্রীড়া আসরের মাসকটের। তার সঙ্গে প্রকাশ হলো টোকিও প্যারালিম্পিকের মাসকটও।

২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ অগস্ট পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক গেমস৷ তার কয়েকদিন পরই ২৫ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্যারালিম্পিক গেমস৷ আর দুই বছর হাতে থাকতেই আত্মপ্রকাশ ঘটলো দুই ইভেন্টের মাসকট।

টোকিও অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো মিরাইতোয়া। আর প্যারালিম্পিক গেমসের মাসকটের নাম হলো সোমেইতি। জাপানি সংস্কৃতির আলোকে তৈরি করা হয়েছে এই দুটি মাসকট।

মিরাতোয়া মাসকটটির নাম দেওয়া হয়েছে জাপানি শব্দ ‘মিরাই’ থেকে। যেটার অর্থ দাঁড়ায় ভবিষ্যৎ। আর ‘তোয়া’ অর্থ হলো চিরন্তন। রালিম্পিক্সের ম্যাসকট সোমেইতি’র নামরকণ করা হয়েছে জাপানি শব্দ সোমেইয়োশিনহো থেকে।

টোকিও অলিম্পিক কে কেন্দ্র করে গড়ে উঠা ভিলেজের সামনের নদীতে ওয়াটার প্যারেডে আত্মপ্রকাশ ঘটে দুই মাসকট মিরাইতোয়া ও সোমেইতির৷

(ঢাকাটাইমস/২৩জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :