নকিয়া ফোনে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৭:১৪

শক্তিশালী ব্যাটারির ফোন আনছে নকিয়া। মডেল নকিয়া এক্স সেভেন। এতে ৮ জিবি র‌্যাম এবং ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা।

এই ফোনটিকে নকিয়া বলছে ফ্যান্টাস্টিক ফোন। কেননা, এত শক্তিশালী কনফিগারেশনের ফোন নকিয়া এর আগে তৈরি করেনি।

এক্স সিরিজের নতুন নকিয়া ফোনটি এ মাসেই বাজারে আসার কথা রয়েছে।

নকিয়া এক্স সেভেনে রয়েছে ৫.৭ ইঞ্চির অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।

কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম৮৯৯৮ চিপসেট সম্বলিত ফোনটিতে ডেকাকোর ২.৫ গিগাহার্জের প্রসেসর রয়েছে। আছে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ফোনটি অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত।

৮ জিবি র‌্যামের এই ফোনে ৫১২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য নকিয়ার নতুন ফোনে আছে ৩৮ মেগাপিক্সেলের পিওরভিউ লেন্স। সেলফি ক্যামেরায় দুটি ২০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে।

ফোনটির প্রত্যাশিত মূল্য ৭১০ ডলার।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা