ইমরানকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ১৮:১৩ | আপডেট: ২৩ জুলাই ২০১৮, ১৮:১৯

নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বি‌দেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ইমরানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. আমির উল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম স্বপ্না।

সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করা হয়।

জানা গেছে, গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারকে গত ২০ জুলাই বিদেশ যেতে বাধা দেয়া হয়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে উঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এমএ‌বি/জেবি)