বাসচাপায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ১৯:৪১

সড়ক দুর্ঘটনায় নিহত বেসরকারি বিশ্ব‌বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি)’র শিক্ষার্থী সৈয়দ মো. মাসুদ রানার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রন্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, সড়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও দিশারী পরিবহনের মালিককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এইচ ইমাম হাসান।

গত ৩ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘এবার পুলিশ বক্সের সামনে বাসচাপায় ছাত্র নিহত’ শি‌রোনা‌মে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এই রিট করেন মাসুদ রানার বাবা সৈয়দ মো. জাহাঙ্গীর। ওই রিটের শুনানিতে আদালত রুল জারি করেন।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এবার পুলিশ বক্সের সামনে বাসচাপায় সৈয়দ মাসুদ রানা (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় পর থেকে মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড, চিড়িয়াখানা রোড ও সনি সিনেমা মোড়ে সড়ক অবরোধ, ভাঙচুর, মিছিল আর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। নিহত সৈয়দ মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। দারুস সালাম থানাধীন ১২ নম্বর রোডের ৬/২ নম্বর দক্ষিণ বিশিল এলাকার সৈয়দ মো. জাহাঙ্গীরের ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর এক নম্বর ঈদগাহ ময়দান পুলিশ বক্সের সামনে দিশারী পরিবহনের একটি বাস রিকশা অরোহী বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানাকে চাপা দেয়। তাকে জাতীয় অর্থপেডিক্স পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রিকশা চালকও আহত হন।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এমএ‌বি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :