ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীর ধসে স্কুলছাত্র আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ২০:২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা প্রাচীর ধসে সোমবার বিকালে এক ছাত্র আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে জেলার প্রাচীনতম অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাহিন হাসান সাদি (১৪) সীমানা প্রাচীর টপকে বের হওয়ার সময় প্রাচীরটি ধসে তার শরীরে পড়ে। স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা প্রাচীরটি সরিয়ে আহতবস্থায় ছাত্রটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের অবহিত করার সাথে সাথে পাঁচ সদস্যের একটি দল সেখানে পৌঁছায়। তারপর তাকে উদ্ধার করি। প্রাচীরটি বেশ পুরোনো। মাটি নরম থাকায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

আহত ছাত্রটি সদর উপজেলার সুহিলপুর গ্রামের মোবারক মুন্সির ছেলে।

স্কুলের প্রধান শিক্ষক ফরীদা নাজনীনকে তার ব্যক্তিগত মোবাইলে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :