মহেশপুরে কোদলা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৩ জুলাই ২০১৮, ২১:৪৪

ঝিনাইদহ প্রতনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদী থেকে রেহানা আকতার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত রেহানা আকতার ওই উপজেলার জলুলী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, ভোরের দিকে নদীতে গোসল করতে যান রেহানা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিকালে নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/ইএস