ঘুষ দিয়ে চাকরি না নিয়ে উদ্যোক্তা হোন: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৮, ২৩:৫৯

সামান্য পিয়নের চাকরি পেতে অনেকে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন বলে জানতে পেরেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, যে চাকরি পেতে ঘুষ দিতে হয় সেটা না করে দেশের তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন

সোমবার রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি মিলনায়তনে ‘ছয় হাজার উদ্যোক্তা তৈরির’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন সরকারি চাকরি পেলে কোটি টাকা কামানো যায়। ছোট চাকরিতেও ঘুষ দেয়। সামান্য পিয়নের চাকরি পেতেও অনেকেই ১০ লাখ টাকা ঘুষ দিয়ে হলেও চাকরি নিচ্ছেন। বড় চাকরি হলে আরও বেশি টাকা দিতেও প্রস্তুত থাকে। এ টাকা ঘুষ না দিয়ে উদ্যোক্তা হোন।’

মন্ত্রী বলেন, ‘আজ সবাই বলে বড় হতে হবে, বড় চাকরি করতে হবে। কেউ বলে না উদ্যোক্তা হতে হবে। অথচ এখন উদ্যোক্তাদের জন্য সরকার ঋণের ব্যবস্থা করছে, কৃষি ঋণ দিচ্ছে, এসএমই ঋণ দিচ্ছে।’

‘আমি তরুণ-তরুণীদের বলব উদ্যোগ নিলে অর্থের ব্যবস্থা হয়ে যাবে। আপনারা ঘুষ দেওয়া চাকরির পেছনে না ছুটে উদোক্তা হোন।’

উদ্যোক্তা হতে সাহস লাগে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন. ‘চাকরি করার চেয়ে উদ্যোক্তা হওয়া সাহসের কাজ। তবে পজেটিভ দিক হলো, এখন তরুণ-তরুণীরা বাণিজ্যের দিকে ঝুঁকছে।’

‘আজ নারীরা কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক, সেখানের প্রায় সব শ্রমিক নারী। তাদের আয়ে রাষ্ট্র বৈদেশিক মুদ্রা আয় করছে। এতে আমাদের জিডিপি বৃদ্ধি পাচ্ছে।’

কর্মশালার মূল দায়িত্ব পালনকারী ‘নিজের বলার মতো গল্প’ এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জানান, তার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ ছয় হাজার তরুণ-তরুণীকে টানা ৯০ দিন উদ্যোক্তা হয়ে ওঠার নানা প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইনে আমরা এ প্রশিক্ষণটি সম্পূণ বিনা খরচে দেয়া হচ্ছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ-তরুণীদের মাঝে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, আমরাই বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফ আর হোসাইন, গোলাম সাদমানি উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ জুলাই/এনআই/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :