বিশ্বকাপের আয় দিয়ে মসজিদ বানাতে চান দেম্বেলে

প্রকাশ | ২৪ জুলাই ২০১৮, ০৯:৪৪ | আপডেট: ২৪ জুলাই ২০১৮, ১২:৫৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

কয়েকদিন আগেই গত হয়েছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। আর এই আসরের চ্যাম্পিয়ন মুকুট উঠেছে ফ্রান্সের মাথায়। তার সঙ্গে প্রথমবারই বিশ্বকাপ জেতা তারকা বনে গেলেন উসমান দেম্বেলে।

বিশ্বকাপের পর্দা নামার সঙ্গে সঙ্গে মানুষেও মনে জায়গা করে নিলেন ফ্রান্স বিশ্বকাপ জয়ী তারকা দেম্বেলে। মুসলিম এই ফুটবল তারকা বিশ্বকাপ থেকে আয় করা নিজের অর্থ দিয়ে একটি মসজিদ নির্মান করতে চান। মসজদটি নিজের বাবা-মায়ের দেশ মৌরিতানিয়ার দিয়াগুলি অঞ্চলে করতে চান ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।

ফ্রান্সের ভারননে জন্ম গ্রহণ করেছেন উসমান দেম্বেলে। কিন্তু তার বাবা এবং মা দুই জনেই ফ্রান্সে এসেছেন আফ্রিকার মৌরিতানিয়া থেকে। বাবা মালির এবং মা সেনেগালের বংশদূত। যার কারণে নিজের অর্থ দিয়ে মৌরিতানিয়াতেই একটি মসজিদ তৈরি করতে চান এই ফুটবলার।

রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে তিন ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন উসমান দেম্বেলে। অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচে খেলেছেন তিনি। বিশ্বকাপ জয়ী ফ্রান্স স্কোয়াডের অনেক গুরুত্বপূর্ণ সদস্যে ছিলেন এই স্টাইকার। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে খেলছেন দেম্বেলে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এইচএ)