সোনারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১২:২৩ | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ১২:১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযু‌দ্ধে আলমগীর নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এতে দুই র‌্যাব সদস্য আহত হওয়ার কথা জানিয়েছেন র‌্যাব।

মঙ্গলবার ভোরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১১ সিনিয়র এএসপি বিল্লাল হোসেন জানান, ভোরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দি এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় আগমন সিএনজি স্টেশনের পাশ থেকে আলমগীর ও তার সহযোগীরা র‌্যাবের ওপর হামলা ও গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হয় আলমগীর। এসময় র‌্যাব-১১ হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার আহত হন।

তিনি আরও জানান, আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৯ টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক মামলাই ১০টি। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :