মাহমুদুরের সঙ্গে আমার মতের অনেক মিল: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ১৫:৪৭

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিতর্কিত নানা মন্তব্য আর উদ্যোগের কারণে সমালোচিত মাহমুদুর রহমানের সঙ্গে মতের মিল রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় ফখরুল বলেন, ‘মাহমুদুর রহমানকে আমি অনেক পছন্দ করি। তার মতের সঙ্গে আমার অনেক মিল আছে। সেই মাহমুদুর রহমানের কী হাল করেছে দেখেছেন আপনারা।’

মাহমুদুর রহমান আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হয়ে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ধর্মীয় উস্কানি দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করেছিলেন। আর মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তিনি ‘ফ্যাসিবাদের প্রতিধ্বনী’ হিসেবেও উল্লেখ করেন। আর সেই লেখনিরও প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘আমাদের বারবার মনে রাখতে হবে সম্পূর্ণ বৈরী পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি। এ কথা ভুললে চলবে না আমরা সম্পূর্ণ ফ্যাসিস্ট সরকারের অধীনে বাস করছি।’

“ফ্যাসিস্ট কথাটায় জোর দিচ্ছি কারণ মাহমুদুর রহমান তার পত্রিকায় সর্বপ্রথম লিখেছিলেন ‘ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যায়’। আজকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি না, বুকে পাড়া দিয়ে বসে গেছে তারা।’

সোমবার কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা।

ফখরুল বলেন, ‘কুষ্টিয়া এখন সম্পূর্ণভাবে কিছু সন্ত্রাসী, প্রশাসনও সেখানে সন্ত্রাসী হয়ে গেছে, পুলিশ সেখানে সন্ত্রাসী হয়ে গেছে। ওখানকার যে রাজনৈতিক নেতা উনি সবচেয়ে বড় সন্ত্রাসী।’

কুষ্টিয়াতে আওয়ামী লীগের লোকেরা এক সময় পালিয়ে বেড়াত-সেই কথাটি স্মরণ করতেও ক্ষমতাসীন দলকে পরামর্শ দেন ফখরুল।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘যারা এখন মন্ত্রী আছেন, এই কুষ্টিয়ায় প্রকাশ্যে ঈদের জামাতে তাদের ছেলেপেলেরা গুলি করে মানুষ হত্যা করেছে।’

‘ভুলে গেলে চলবে না, ওই কারণেই মনে করাই যে অতীতকে একটু মনে করুন। অতীতকে মনে না করলে নিজেকে চিনবেন না।’

(ঢাকাটাইমস/২৪জুলাই/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :