‘যৌন নিপীড়ক শিক্ষকে’র স্থায়ী বহিষ্কার দাবি

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ১৮:৪১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন ও কুরুচিপূর্ণ মন্তব্যর অভিযোগে সাময়িক বরখাস্ত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক রুহুল আমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন ওই বিভাগের ক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বহিষ্কৃত নাট্যকলা শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে শিক্ষার্থীরা নির্ধারিত ১৫ কার্যদিবসের ভেতরেই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

এসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নাট্যকলা বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী মাহফুজ অর্নব বলেন, এরকম নোংড়া চিন্তাধারার শিক্ষক যেন কোনভাবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারে সেদিকে সবাইকে সোচ্চার হতে হবে।

বিভাগের আরেক নারী শিক্ষার্থী তার ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করে বলেন, স্যার আমাকে রাস্তা দিয়ে যাবার সময় চায়ের দোকানে বসাইতো, এমনকি সে আমার নাকের ঘাম মুইছা দিতে আসছে। সে কিভাবে পারে এইটা করতে! সে কি আমাকে ঘাম মুছার জন্য আছে নাকি শিক্ষা দেবার জন্য আছে! সে এটা করার রাইট রাখে না।

আমি কতোটা চিকন কতোটা মোটা একথা বলতে আসছে।

আমি কিভাবে সন্তান প্রসব করব এটা নিয়ে তার এতো মাথাব্যথা কিসের!এসব বলার রুচি রাখে সে কিভাবে!

ক্ষুব্ধ আরেক শিক্ষার্থী সাজ্জাদ বিভাগের দুই শিক্ষার্থীর নাম উল্লেখ করে বলেন, রুহুল আমিনের দুই চাটুকার শিক্ষার্থী সৃজন ও কায়সারকে নাট্যকলা বিভাগ থেকে অবাঞ্চিত ঘোষণা করছি আমরা শিক্ষার্থীরা।

মানববন্ধনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ প্রক্টরিয়াল বডির সদস্য, সহকারী প্রক্টর নজরুল ইসলাম, আল জাবির, সঞ্জয় কুমার মুখার্জি, প্রণব কুমার মন্ডল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :