জলাবদ্ধতা থেকে কবে মুক্তি মিলবে সিরাজদিখান বাজারের

শাখাওয়াত হোসেন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ১৯:৫৪

বৃষ্টিজনিত জলাবদ্ধতা থেকে উপজেলার সিরাজদিখান বাজারের ব্যবসায়ীদের মুক্তি মিলবে কবে? সিরাজদিখান বাজারের বিভিন্ন স্থানে বাসিন্দাদের মুখে মুখে দিনভর এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

সোমবার মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে সিরাজদিখান বাজার সোনালী ব্যাংক রোড।

এতে করে বিপাকে পড়ছে সিরাজদিখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে উপজেলার কয়েকটি গ্রামের মানুষ।

সিরাজদিখান বাজারের সুমি কসমেটিক্স, মানিক ষ্টোর, বাবুল ষ্টোর মিলন ষ্টোর সেজুতি স্টোরের মালিকরা জানান, বহু দিন যাবত সামান্য বৃষ্টিপাত হলেই সিরাজদিখান বাজারের সোনালী ব্যাংক রোডটি জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সিরাজদিখান বাজার কমিটির সেক্রেটারি আলম খান জানান, জলাবদ্ধতা সৃষ্টি হলে আমরা বাজার কমিটির পক্ষ থেকে সেলো ইঞ্জিন দিয়ে পানি নিষ্কাসনের ব্যবস্থা করি। গত তিন দিন আগেও প্রকৌশলীদের নিয়ে মাপ ঝোপ করা হয়েছে। এখন পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :