বুধবার তজুমদ্দিন উপজেলা নির্বাচন, প্রস্তুতি সম্পন্ন

মাছুম বিল্লাহ, লালমোহন (ভোলা) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ২১:৩৮

রাত পোহালেই ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রগুলিতে নির্ধারিত পুলিশ, আনসার ছাড়াও ছয় স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ভোট কেদ্রগুলোতে পৌঁছানো হয়েছে নির্বাচনী সামগ্রী। তবে, প্রশাসনের পক্ষ থেকে এ নির্বাচনে সব কয়টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৩টি। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার ছাড়াও ৬পুলিশ ও ১৬জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্টেট, ৬ ম্যাজিস্ট্রেট, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ৪টি, পুলিশের মোবাইল টিম ৩টি, র‌্যাবের মোবাইল টিম ৪টি ও ৩ প্লাটুন কোস্টগার্ড সারাক্ষণ টহলে থাকবে।

বলতে গেলে নির্বাচনকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলাটি নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখতে উপজেলা সর্বত্রই যান চলাচল সীমিত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ৩৩টি ভোট কেন্দ্রের প্রতিটিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ বলেন, উপ-নির্বাচনে সবকয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে ৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে ভোটের সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

নির্বাচন নিয়ে একধিক ভোটারের সঙ্গে কথা বলেন এ প্রতিবেদক। তারা বলেন, কেন্দ্রের পরিবেশ ভোট দেয়ার অনুকূলে থাকলে ভোট দিতে যাব এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবো।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ২৫ জুলাই সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে নারী পুরুষ মিলে মোট ৮৫ হাজার ৭২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঢাকাটাইমস/২৩জুলাই/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :