বিএনপিতেও ভালো মানুষ আছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ২২:৩৭

বিদেশিদের সঙ্গে আঁতাত করে বিএনপি আবার ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। তবে এদেশের জনগণ আর খালেদা জিয়াকে কখনোই ক্ষমতায় আসতে দেবে না বলে মনে করেন তিনি। কারণ এই দলটি পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছিল বলে অভিযোগ তার।

শামীম ওসমান বলেন, ‘যারা বিএনপির রজনীতি করেন তারা এখনও বিষয়টি বুঝতে পারছেন না। আমি বলি না বিএনপির সবাই খারাপ, বিএনপিতেও ভালো মানুষ আছে। তারা সবকিছু বোঝেন।’

মঙ্গলবার ফতুল্লার দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাশিপুর ইউনিয়ন ৭,৮, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সাংসদ বলেন, ‘১৯৭১ সালে যারা আমাদের দেশের মা বোনের ইজ্জত লুটে নিয়েছিল সেই জামায়াতে ইসলামীসহ একটি চক্র দেশের ক্ষমতায় আসতে চায়। তারাই ক্ষমতার লোভে এদেশের মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘যে বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেই বাড়িতে জিয়াউর রহমান শেখ হাসিনা ও শেখ রেহেনাকে ঢুকতে দেয়নি। তারা অনুরোধ করেছিলেন একবারের জন্য ওই বাড়িতে ঢুকতে দিন, বাড়ির ভেতর দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে বের হয়ে যাবো। কিন্তু বাবা, মা-ভাই হারা এতিম দুই বোনের আকুতি শোনেনি জিয়াউর রহমান।’

শামীম ওসমান এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘যে গাছে ফল হয় সেই গাছের কদর বেশি। যে গাছে ফল হয় না সেই গাছের কদর কম। তাই আমি বলতে চাই, আপনারা আম গাছ লাগাবেন আম পাবেন। আমি আপনাদের এলাকার উন্নয়ন করেছি, সামনে আরও উন্নয়ন করবো। আপনারা আমাকে যোগ্য মনে করলে আপনার মূল্যবান ভোট দিয়ে এবং সমর্থন করে আবারও এমপি হওয়ার সুযোগ করে দিলে আমি আপনাদের সেবা করতে পারবো।’

মতবিনিময় সভায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ূব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হুমায়ন কবির রতন, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, কাশিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকা প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :