পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৬:১৮ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ১৬:১৬

আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুর ১২টায় মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক মন্ত্রীর মৃত্যু হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জনের বয়স হয়েছিল ১০০ বছর। বার্ধ্যকের কারণে এবং ডান পায়ে চোট নিয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন।

১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হওয়ার পর ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান কল্পরঞ্জন চাকমা।

ঢাকাটাইমস/২৫জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :