‘হাওয়া বদল হলে মাহমুদুরের ওপর হামলার বিচার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ১৭:৩২

কুষ্টিয়ায় আদালত চত্বরে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর ছাত্রলীগ হামলা করেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, একদিন হাওয়া বদল হবে এবং সেদিন পুলিশই খুঁজে খুঁজে হামলাকারীদের বের করে বিচারের মুখোমুখি করবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমানের মামলা প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন থাকলে এই মামলাটি গ্রহণযোগ্যই নয়। সেই মিথ্যা মামলার বাদী আদালতে উপস্থিত থেকে দলবলসহ লাঠিসোঁটা নিয়ে এ ধরনের ঘৃণ্য ও নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘যার নেতৃত্বে হামলা হয়েছে তিনি কুষ্টিয়ায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তিনিও নাকি বিচার চান। তিনি কার বিচার চান? এটা হাস্যকর।’

হামলাকারীদের উদ্দেশে মোশাররফ বলেন, ‘আপনারা যারা এসব করছেন, যাদের হুকুমে করছেন তারা কিন্তু বাতাস বদল হয়ে গেলে এদেশে থাকবে না। তারা বিদেশে চলে যাবে। এই পুলিশই তখন ছবি দেখে দেখে আপনাদের খুঁজে খুঁজে বের করবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘মাহমুদুর রহমানের আক্রমণ শুধু তার একার ওপর আক্রমণ নয়, তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক, এটা সব সংবাদপত্রের সম্পাদকের ওপর আক্রমণ। এ আক্রমণ মানবিক অধিকারের বিরুদ্ধে। সংবাদপত্রের ওপর সরকার যেভাবে নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রণ বাড়ানোর জন্যই এ আক্রমণ।’

বিএনপির এই নেতা বলেন, ‘এদেশের প্রত্যেকটি মানুষ স্যোশাল মিডিয়া ও টেলিভিশনের মাধ্যমে এই ঘটনা দেখেছে। সবাই দেখতে পেলেও পুলিশ দেখছে না, এখনও খুঁজে পাচ্ছে না। এদেশে ব্যাংকের রিজার্ভ লুট হয়, কারা চিহ্নিত করতে পারেন না। কারণ তাদের লোকেরা করেছে। ভোল্ট থেকে স্বর্ণ চুরি হয়, অর্থমন্ত্রী বলছেন এটা কিছু না। কারণ সরকারের কর্তাব্যক্তিরা এগুলো করেছে। শেয়ার মার্কেটে যারা লুট করেছে তাদের তারা দেখতে পান না। মাহমুদুর রহমানের ওপর যারা হামলা করেছে তাদেরও খুঁজে পাবেন না। কারণ তারা আওয়ামী লীগের দুর্বৃত্ত।’

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশের) সভাপতি রুহুল আমীন গাজী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ডা. এজেড এম জাহিদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, ডিউইজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের যুগ্ম-মহাসচিব শাহিন হাসনাত, বিএনপির প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :