লাখ টাকা মূল্যের জাল জব্দ

প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ১৯:৫৯

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে রক্তি নদীতে মাছ ধরার দায়ে একটি বড় কোণা জাল জব্দ পুলিশ। জব্দ কোণা জালের মূল্য প্রায় এক লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের বড়খলা গ্রাম সংলগ্ন রক্তি নদীতে গোপন সংবাদে বুধবার বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, এসপি স্যারের নির্দেশে কারেন্ট জাল, কোণা জালসহ অবৈধভাবে মাছ ধারার সকল সরমঞ্জামের বিরুদ্ধে তাহিরপুর উপজেলায় সর্বত্রই আমাদের অভিযান চলছে, তা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এলএ)