খালেদার মুক্তি নিশ্চিতের পর ভোট: মওদুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ২১:৫৫

নির্বাচন হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে এবং নির্বাচনের আগে তার মুক্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘নির্দলীয় সরকার থাকতে হবে, যাতে নির্বাচনের ফলাফলে তাদের কোনো স্বার্থ না থাকে। সেনা মোতায়েন করতে হবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে। আর নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই কমিশন দিয়ে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে তারা এটা প্রমাণ করেছে। আগামী তিনটি সিটি নির্বাচনেও সেটা প্রমাণিত হবে।’

বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘চেতনায় বাংলাদেশ’ এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারির ঘটনা ‘ভোটারবিহীন সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন মওদুদ আহমদ। বলেন, ‘হঠাৎ করে আবিষ্কার হলো যে, কয়লা চুরি হয়ে গেছে, কয়লা উধাও হয়ে গেছে, আকাশে মিশে গেছে। এর চাইতে বড় কেলেঙ্কারি আর কিছু হতে পারে না। আজকে দেশে যদি সত্যিকারের জবাবদিহিমূলক সরকার থাকতো তাহলে প্রত্যেকটা ইস্যুতে তারা পদত্যাগ করতে বাধ্য হতো। এই কয়লা ইস্যুতে সরকার পদত্যাগ করতো অন্য কোনো দেশ হলে, অন্য কোনো গণতান্ত্রিক সভ্য দেশ হলে একদিনের জন্য আর টিকে থাকতে পারতো না। তারা নিজেরাই পদত্যাগ করে চলে যেতো।’

‘এখানে একটা নির্লজ্জ, জবাবদিহিহীন সরকার আছে বলে, ভোটবিহীন একটা সরকার আছে বলেই আজকে তারা এটা করে পার পেয়ে যাচ্ছে। কারণ তাদের সেই বিবেকবোধ, তাদের সেই মূল্যবোধ, তাদের সেই মনের গিলটি- আমরা যে অপরাধ করেছি এই বোধ তাদের মধ্যে নাই। তারা ফেল করেছে।’

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রায় সোয়া লাখ টন কয়লা উধাও হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ধরা পড়ে। যার মূল্যে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবীব উদ্দিন আহমদ ও অন্যদের বিরুদ্ধে।

সাবেক এই আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘আজকে দেশে আইনের প্রয়োগ দুই রকমের। সরকারি দল যারা করেন তাদের প্রতি আইন প্রয়োগ একরকম হয়। অর্থাৎ আইনের প্রয়োগ হয় না। আর যারা সরকারের বিরোধিতা করেন তাদের বিরুদ্ধে সেই আইনকে অপপ্রয়োগ করা হয়। যাতে করে মামলা দেয়া যেতে পারে, নির্যাতন-অত্যাচার করা যেতে পারে। দেশের এখন দুই ধরনের নাগরিক আছে।’

‘আমরা যারা বিরোধী দল করি তারা দ্বিতীয় শ্রেণির নাগরিক। কারণ আইন আমাদের প্রতি সমানভাবে প্রয়োগ করা হয় না। আমি সমান অধিকার থেকে আজ বঞ্চিত। আর সরকারি দল যারা করেন তারা হচ্ছেন প্রথম শ্রেণির নাগরিক।’

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা করে দাবি করে তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি সাহসী মানুষ, তিনি লেখক, সরকারের সমালোচনা করে এটাই তার অপরাধ। এই সরকার কাউকে তারা বরদাশত করতে পারে না। মাহমুদুর রহমানের ওপর এই আক্রমণ বাকস্বাধীনতার ওপর আক্রমণ, সংবাদপত্রের ওপর আক্রমণ।’

‘শফিক রেহমান, আসিফ নজরুলসহ আরও কয়েকজনের নাম আজকে এখানে উল্লেখ করা হয়েছে। এরাই তো কয়েকজন আছেন। বাকিরা তো সব শেষে হয়ে গেছেন। বুদ্ধিজীবী যারা আগে দাবি করতেন তারা শেষ হয়ে গেছেন। তারা বুদ্ধিজীবী বিক্রি করে দিয়েছেন, তারা এখন সেবাদাশে পরিণত হয়েছেন। যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে মামলা দিয়ে দমন করছে সরকার।’

আয়োজক সংগঠনের সভাপতি শামীমা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেন, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট, জাহাঙ্গীর আলম, নাগরিক দলের সভাপতি সৈয়দ ওমর ফারুক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :