আটক মাদকাসক্ত কিশোর সংশোধনাগারে

ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ২২:২৯

ময়মনসিংহে সাগর মিয়া নামে ১৬ বছর বয়সী এক মাদকাসক্তকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন শিশু আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা সাগরের বাবা রংমিস্ত্রীর জোগালির কাজ করেন, মা গৃহিনী। ছোট ভাইটা ৫ বছরের। কবে, কোথায়, কোন কুসঙ্গে পড়ে সে নেশার পথে পা বাড়িয়েছে, কেউ জানতে পারেনি। পড়াশুনা ছেড়েছে অনেককাল, কোন ভয়ানক জীবন সে বয়ে চলেছে তা তার নিজেরও জানা নেই। অসুস্থ, শীর্ণ চেহারা, চোখ কোটরে বসে গেছে, ঠোঁটে তীব্র কালো পুড়ে যাওয়া দাগ, হাতে অসংখ্য ছুরির ক্ষত।

বুধবার সকালে সাগরকে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটায়িলনের (এপিবিএন) একটি দল মাদকগ্রহণরত আটক করে। পরে শিশু আদালতের মাধ্যমে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার জানান, সকলে নিজেদের উঠতি বয়সের সন্তানকে আগলে রাখি। সাগরের বাবা-মায়ের আর্তনাদ যে বড় মর্মান্তিক।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :