খলনায়ক যখন মোসাদ্দেক!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৮, ০৯:৫২

সহজ ম্যাচকে কঠিন করে আবারো স্নায়ুর লড়াইয়ে হারল বাংলাদেশ। দুই ওভারে যখন দরকার ১৪ রান, হাতে তখন ছয় উইকেট। এমন সময়ে পরাজয়টাই যেন কঠিন। কিন্তু এমন কঠিন কাজটাই করে দেখালো টাইগাররা। সিনিয়রদের লড়াইয়ে জয়ের প্রান্তে এসেও জুনিয়রদের ব্যর্থতায় দারুণ জয় উপহার পেল ওয়েস্ট ইন্ডিজ।

আর এমন পরাজয়ের শেষের খলনায়ক বলা যায় মোসাদ্দেক হোসাইনকে। দলকে জিতানোর সহজ সমীকরণ মেলাতে পারেননি তিনি। চার বলে খেলেও পারেননি আটটি রান নিতে। দলের এমন গুরুত্বপূর্ণ সময়েটাতে চারটি বল নস্ট করে নিয়েছেন কেবল তিনরান। আর তাতেই পরাজয়ের সাগরে ডুবেছে বাংলাদেশ।

সমীকরণটা যখন শেষ ৬ বলে দরকার ৮। তখন ষষ্ঠ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন মুশফিক। এরপর পাঁচ বলে আট রান। স্ট্রাইকে আসেন মোসাদ্দেক, সঙ্গে অধিনায়ক মাশরাফি। পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি মোসাদ্দেক। চার বলে দরকার ৮ রান। সহজ সমীকরণ হয়ে গেল আরো কঠিন। পরের বলেও ব্যর্থ মোসাদ্দেক। চতুর্থ বলে দুই রান নিলে শেষ দুই বলে দরকার ৬ রান। পঞ্চম বলে মোসাদ্দেক নেন মাত্র এক রান। শেষ বলে স্ট্রাইকেন্ডে মাশরাফি। দরকার ৫ রান। কিন্তু সেটা আর সম্ভব হয়নি অধিনায়কের পক্ষে। এক রান তুলে ইনিংসের ইতি টানতে হয় বাংলাদেশের। আর সহজ জয় হয়ে যায় হাতছাড়া।

জয়ের এত কাছে গিয়েও আরও একটি হারে তখন স্তব্ধ হয়ে গেল বাংলাদেশ শিবির। আর ক্যারিবিয়ান তারকা হোল্ডারের কণ্ঠে ছিলো জয়ের হুঙ্কার। ইনিংসে নিজের প্রথম ওভারে ২০ রান দিয়ে হয়েছেন খলনায়ক। কিন্তু শেষের জয়ের নায়ক এই ক্যারিবিয়ান অধিনায়কই।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :